আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঋতুরাজ বসন্তের আগমনে গাছে গাছে দেখা যাচ্ছে সোনালী রঙের আমের মুকুল।শ্রীনগরে উপজেলা ও তার আশেপাশের এলাকাগুলোতে ছোট-বড় প্রায় সকল গাছে ঝুলছে থোকা থোকা আমের মুকুল।এতে বেড়েছে ভ্রমরের আনাগোনা আর সেই সাথে মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত হচ্ছে পুরো উপজেলা
শ্রীনগরে গ্রামগুলোতে ঘুরে দেখা যায় বাড়ির আঙিনায় পুকুরপাড় বাগানসহ সকল আম গাছে ঝাঁপিয়ে পড়েছে মুকুলে। ছোট-বড় প্রায় সকল গাছ মুকুলে ভরে গেছে স্থানীয় দেশি জাতসহ অম্রপালি, ফজলি, লতাই, ন্যাংড়াসহ নানা জাতের আম। আর গাছে এসেছে পর্যাপ্ত মুকুল। মুকুল আম গাছে আসার পর গাছের মালিকগণ গাছে স্প্রে করার জন্য ভ্রাম্যমাণ স্প্রেয়ের অপেক্ষায় থাকেন। আবার কেউ কেউ নিজ উদ্যোগে স্প্রে করে থাকেন।
শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ জানান, মুকুল আসার পর মুকুলে সকালে পানি স্প্রে ও হালকা কীটনাশক স্প্রে করা দরকার। কুয়াশা বেশি হলে আমের মুকুল পড়ে যায়। মুকুল থেকে গুটি ধরার পরেআম গাছে পিপড়ারআগমন ঘটে, তখন পিঁপড়া আমের গুটি ক্ষতিসাধন করে থাকে। বর্তমানে কুয়াশা কিছুটা কম থাকায় আমের ফলন ভালো ও বেশি হতে পারে। এবার মুকুল আসার মুহুর্তে বৃষ্টি না হওয়ায় এবছর আমের মুকুল তাপে পুড়ে যাওয়ায় সম্ভাবনা থাকবে বলে কিছুটা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে আশা করছেন গত বছরের চেয়ে এবছর আমের বাম্পার ফলন হবে।
তিনি আরো বলেন,আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফল পাবেন চাষীরা এবং চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।