• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে বাঘরায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করা হলে বিএনপি রাজপথেই থাকবেঃ বিএনপি তানভীর হুদা গ্রাম থেকে বেরিয়ে আসবে জাতীয় দলের খেলোয়াড়: আকরাম খান  মতলব দক্ষিণে পরীক্ষায় নকল সরবরাহ অভিযোগে অফিস সহায়ককে দুই বছরের কারাদন্ড বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র আজিজ মতলব উত্তরে ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২ পরীক্ষার্থী বহিস্কার মতলব পৌর শ্রমিক দলের কমিটি গঠন  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ  উদযাপন মতলব উত্তরে বিএনপির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা  মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

মতলব উত্তরে 'স্কুল মিল্ক ফিডিং' কর্মসূচির শুভ উদ্বোধন

শেখ হাসিনা ক্ষমতায় না আসলে বাংলাদেশের এই উন্নয়নের ধারা ব্যহত হবে…..পরিকল্পনার প্রতিমন্ত্রী

Lovelu / ১৮০ Time View
Update : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

মাহবুব আলম লাভলু:

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক আলহাজ্ব ড. শামসুল আলম এসব কথা বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের দেশের উন্নয়নের কারিগর। তিনিই এদেশের উন্নয়নের জন্য নিঃস্বার্থ কাজ করে যাচ্ছেন।যা বাংলাদেশেরতো বটেই,পৃথিবীর ইতিহাসে একটি রোল মডেল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় না আসলে বাংলাদেশের এই উন্নয়নের ধারা ব্যহত হবে।

২০ আগস্ট (রবিবার) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার টরকি সরকারী প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের ‘স্কুল মিল্ক ফিডিং’ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,‘ শেখ হাসিনা শুধু দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকই করেননি, এ আধুনিক শিক্ষাকে গ্রহণ করতে শিশুদের মেধার বিকাশের প্রয়োজন। আর তাই আদর্শ খাদ্য হিসাবে শিশুদের মাঝে বিনা মূল্যে দুধ প্রদান করছেন।’

 

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রানী সম্পদ অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এবং সমাজ সেবক সগির আহমেদ সরকারের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেরা নির্বাহী অফিসার আশরাফুল হাসান,ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার,এএসপি কচুয়া সার্কেল আবুল কালাম আজাদ,মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন,উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন,স্কুল পরিচারনা কমিটির সভাপতি সমাজ সেবক গোলাম কিবরিয়া স্বপন দেওয়ানজি,প্রধান শিক্ষক বিল্লাল হোসেন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্প্রসারন কর্মকর্তা ডা. তানিম মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্যাহ প্রধান,আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান সেলিম, উপজেলা আওয়ামীলীগের সদস্য আতিকুল ইসলাম আতিক,আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন প্রধান, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান মুকুল সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, আওয়ামীলীগ নেতা ভুলন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category