অনলাইন ডেস্কঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে সিলেটে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে আগামীকাল (শুক্রবার) শাবিপ্রবি ক্যাম্পাসে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার ( ১০ ফেব্রুয়ারি) রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ বিষয়টি নিশ্চিত করেন।
মোহাইমিনুল বাশার রাজ বলেন, জাফর ইকবাল স্যারের মাধ্যমে জানতে পেরেছি আগামীকাল মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সাথে আলোচনা করে আমাদের ক্যাম্পাসে আসবেন। শুনেছি তিনি দুপুরের দিকে আসবেন। তবে ঠিক কখন আসবেন তা এখনও জানি না। আমরা তাঁর অপেক্ষায় আছি। তিনি এলে উপচার্যের পদত্যাগসহ আমাদের দাবিগুলো পুরণ হবে বলে আশা করছি।
এদিকে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় বসার আগে নিজেদের মাঝে আলোচনায় বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।