• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে মুষলধারে বৃষ্টির ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী ফুলছড়ি’তে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ লটারি কার্যক্রম স্থগিত মতলব উত্তরের আলোচিত জুয়েল হত্যা মামলায়  পাঁচ আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন উত্তরায় গণধোলাইয় দিয়ে আদম বেপারীকে পুলিশের কাছে সোপর্দ  অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে উঠলে ব্যবসা ও অর্থনীতি জীবন ফিরে পাবেঃ জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন নকলার পাঠাকাটায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত মতলব উত্তরে যুবক নিখোঁজঃ মুক্তিপণ দাবি  ফুলছড়িতে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধার ফুলছড়িতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা  ৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে ১১ তম মতলব উত্তরের রিয়াজ উদ্দিন 

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Lovelu / ২৩০ Time View
Update : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

মোঃ রাসেল মোল্লা, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল ২৫ নভেম্বর শুক্রবার বিকেলে কায়েতপাড়া ইউনয়িন পরিষদ ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ও লিখিত বক্তব্য পাঠ করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হকার্সলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকারিয়া হানিফ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউপি সদস্য আলতাফ হোসেন, ওমর ফারুক ভুঁইয়া, সুরুজ মিয়া, পিয়ারা বেগম, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিএনপি-জামাত সন্ত্রাস ও নৈরাজ্যের পাশাপাশি অপপ্রচারেও লিপ্ত রয়েছে। বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই তারা সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও অপপ্রচারে লিপ্ত হচ্ছে। তারই অংশ হিসেবে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলীকে জড়িয়ে তারা অপপ্রচার করে আসছে। অবিলম্বে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলীসহ আওয়ামীলীগের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category