আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রুদ্র পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী রুদ্র পাড়া দারুল কুরআন মাদানিয়া মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। এ ভবন নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন উক্ত মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহদী ইবনে শায়খুল হাদিস আল্লামা মুফতি নুরুল আমীন রহ.জানান।
এ প্রতিষ্ঠানটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয় । মাদ্রাসাটি একটি সম্পূর্ণ কাওমি মাদ্রাসা। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হওয়ার পর হতে অত্র প্রতিষ্ঠানে আর্থিক ভাবে প্রতিষ্ঠিত ধনী ব্যক্তিদের ছাত্রদের পাশাপাশি এতিম, অসহায় ,অসচ্ছল পরিবারের ছাত্রদের ,আবাসিক ভবনে থাকা খাওয়া সহ সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাপনার বিদ্যমান রয়েছে ।প্রতিবছরই এ মাদ্রাসায় ছাত্রবৃদ্ধি পাওয়ায় আবাসিক ভবন ছোট হওয়ায় বড় পরিসরে একটি বহুতল ভবন নির্মাণে উদ্যোগ নিয়েছেন উক্ত মাদ্রাসা ব্যবস্থাপনা পর্ষদ,তারা আর্থিকভাবে অনুদান প্রদান করেছেন ।
কয়েক মাস পূর্বে বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় ।আলহামদুলিল্লাহ এ পর্যন্ত পাইলিং, বেজ ঢালাই ও শর্ট কলমের কাজ আল্লাহ পাকের মেহেরবানীতে সম্পন্ন হয়েছে।বাকি কাজ সম্পূর্ণ করার জন্য প্রায় তিন কোটি টাকার প্রয়োজন।
তিনি স্থানীয় ও প্রবাসী দরদী মুসলমান ভাই-বোনদের প্রতি উদত্ত আহবান জানান ,এলমে দিনের সাহায্যে উক্ত ভবন নির্মাণ কাজের জন্য যার যার সাধ্য অনুযায়ী শরিক হওয়ার ।এছাড়া পবিত্রঈদুল ফিতরঅতি নিকটে যারা অসহায় এতিম ছাত্রদের আর্থিকভাবে অনুদান দিতে ইচ্ছুকতাদের কাছেও আবেদন জানান ,
তারা যেন যাকাত ও ফিতরার টাকাএই মাদ্রাসার যাকাত ফান্ডেপাঠান ।যোগাযোগ টেলিফোন নাম্বার০১৭ ৩০ ৬৯৬ ৭৫৬ ।