মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনির পটল গ্রামে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৪৯ হাজার ৫শত টাকা ফেরত দিলেন বৃদ্ধ মহিলা ।
রাস্তায় ৪৯ হাজার ৫ শত টাকা কুড়িয়ে পেয়ে তা ফেরত দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন চিনির পটল গ্রামের আব্দুল হামিদ এর স্ত্রী নুরনেছা বেগম।
জানা যায় গত ১৫ অক্টোবর বিকাল ৪ ঘটিকার সময় সাঘাটা গ্রামীণ ব্যাংক থেকে ৫০ পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে পায়ে হেঁটে সাঘাটা চৌরাস্তায় পৌছলে ৫ শত টাকা বাজার করার জন্য বাহির করে নিয়ে বাকী ৪৯ হাজার ৫ শত টাকা একটি শপিং ব্যাগের ভিতরে উঠিয়ে তার ছেলের স্ত্রীর হাতে দিয়ে অটোভ্যান গাড়ীতে চড়ে বাড়ীতে পাঠায়। বাড়িতে যাবার পথে তার হাতে থাকা টাকাসহ ব্যাগ কোথায় যেন পড়ে যায়। ওই পথ দিয়ে পায়ে হেঁটে আসা উক্ত বৃদ্ধ মহিলা টাকাসহ ব্যাগটি পান। টাকা পেয়ে বৃদ্ধ মহিলা তার পরিবারের সাথে কথা বলে এক পর্যায়ে কয়েক দিন পর পরিবারের লোকজনের সাথে পরামর্শ করে টাকার মালিকে খুঁজে বের করেন। ভুক্তভোগীর নিকট ফেরত দিতে বলেন। পরে লোক মার্ফত সংবাদ দিয়ে ভুক্তভোগীকে বাড়িতে এনে উক্ত টাকা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার নিজ হাতে উঠিয়ে দেন।
হারানো টাকার মালিক একই গ্রামের মৃত, অলেক বেপারির ছেলে বাহার আলী মিয়া। হারানো টাকা ফেরত পেয়ে তিনি খুশিতে আত্মহারা।