আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুষলধারে বৃষ্টি শ্রীনগরে গরু খামারি বিপাকে। নিম্নচাপের প্রভাবে সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলায় বৃষ্টি হচ্ছেএতে বিপাকে পড়েছেন গরুর খামারিরা।
প্রচন্ড বৃষ্টির ফলে খামারিরা তাদের খামার পরিষ্কার-পরিচ্ছন্ন না করতে পারায় খামারগুলোতে গরুগুলো প্রচুর পরিমাণ বিশ্রাম না পাওয়ায় এর প্রভাব পড়েছে দুধালো গাভীর উপর দুধালো গাভীর দুধের উৎপন্নের পরিমাণ কমে গেছে বলে গরু খামারি শাহ আলম এ প্রতিনিধিকে জানান।
প্রচুর পরিমানের বৃষ্টির ফলে তাদের সংরক্ষিত ঘাস গুলো নষ্ট হয়ে যাচ্ছে, পচনশীল ঘাস খাচ্ছে না গবাদি পশু।পচনশীল ঘাস খেয়ে পাতলা পায়খানা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি, এই মুহূর্তেশুকনো ঘাস ও সংগ্রহ সম্ভব নয়,অপরদিকে জমিতে রোপনকৃত ঘাসগুলো পানিতে ডুবে যাওয়ায় গরুর খামারিরাবিপাকে।