• সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline
আওয়ামী ফ্যাসিবাদের পতন ও বিদায় হলেও দেশ এখনো ঝুঁকিমুক্ত নয়ঃ অধ্যাপক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম শ্রীনগর পাটাভোগ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শিশু ধর্ষণের প্রতিবাদে মতলব উত্তরে মইনীয়া যুব ফোরামের  মানববন্ধন  রুদ্র দারুল কোরআন মাদানিয়া মাদ্রাসার ভবনের নির্মাণ কাজ  চলছে ফুলছড়িতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মতলব উত্তরে বাজার ও মৎস্য আড়দে অভিযানে জাটকা ইলিশ  জব্দ  নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মতলবে মানববন্ধন ও বিক্ষোভ ফুলছড়িতে খেলতে গিয়ে নদীতে পড়ে সিফাত নামে এক শিশু নিখোঁজ

মুন্সীগঞ্জ শ্রীনগরে ইলশে মাছ নিষিদ্ধের প্রথম দিনেবিকল্প মাছে বাজার সয়লাব ক্রেতাদের ভিড়

Lovelu / ১৪৯ Time View
Update : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
Exif_JPEG_420

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সীগঞ্জ শ্রীনগরেইলশে মাছ নিষিদ্ধের প্রথম দিনে বিকল্প মাছে বাজার সয়লাবক্রেতাদের ভিড়। ৭ অক্টোবর হতে২৮অক্টোবর ২২দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ,পরিবহন,বাজারজাতকরণ নিষেধ এর প্রথম দিন।  ৭ অক্টোবর মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাজারগুলোতেইলিশ মাছের বিকল্প হিসাবে খাল-বিলপুকুর ও নদীরমাছে সয়লাব বাজার। শুক্রবার হওয়ায় ক্রেতাদের ভিড় লক্ষণীয়।

মাছ ক্রেতা আতিক এ প্রতিনিধিকে জানান,ইলিশ মাছের বিকল্প প্রচুর মাছ বাজারে পাওয়া যাচ্ছে তিনিও মাছ কিনেছেনযেহেতু এ সময় ইলিশ মাছেডিম ছাড়ার মৌসুম তাই সরকার ২২দিননদীতে ইলিশ মাছ ধরা বন্ধ রাখারনিষেধের ফলেইলিশ মাছের উৎপাদন বাড়বে। এটা সকলের জন্য মঙ্গল বলে তিনি মনে করেন।খুচরা ইলিশমাছ বিক্রেতা অনেকেই আজ বাজারে আসেননি।যারা এসেছেন তারা বিকল্প মাছ বিক্রি করতে দেখা গেছে।

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আলামিন বাজার। বাজার কমিটির সভাপতি ডাক্তার মামুনের কাছে এ প্রতিনিধি জানতে চান, বাজারে যেসব খুচরা বিক্রেতা ইলিশ মাছ বিক্রি করে থাকেন,বাজারে ইলিশ মাছ বিক্রি বন্ধ থাকা কালীন অবস্থায় তাদেরকে আর্থিকভাবে সহযোগিতার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা। উত্তরে তিনি জানান,যেহেতু তারা খুচরা মাছ বিক্রেতাআড়ত হতেমাছ কিনেন তাই বিকল্প হিসাবে ইলিশ মাছ বিক্রয় বন্ধথাকাকালীন সময় পর্যন্ত অন্য মাছ আড়তহতেক্রয় করে বাজারে বিক্রির জন্য অনুরোধ করেন।  এব্যাপারে বাজার কমিটি কিছুই করার নেই। প্রকৃত জেলে যারা নদীতে মাছ ধরেন সরকারীভাবে তারা সহযোগিতা পাচ্ছেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category