আব্দুল মান্নান সিদ্দিকীঃ
সারাবছর অলসও বেকার অবস্থায় দিন কাটলেও গত দুইদিন যাবত মহা ব্যস্ত হয়ে পড়েছেন মুন্সিগঞ্জ জেলার কামারেরা এ প্রতিনিধি কয়েকটি বাজারে ঘুরে কামারদের সাথে কথা বলে জানতে পারেন।
সারাবছর বেশিরভাগ সময় কাটে তাদের অলস বেকারত্বে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তারা মহা ব্যস্ত হয়ে পড়েছেন। যেসব ধর্মপ্রাণ মুসলিম পবিত্র কুরবানী দিবেন তারা তাদের দা বটি ধারাণোর জন্য তাদের কাছে ছুটে আসছেন। এতে তাদের কর্ম ব্যস্ততা বেড়েছে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছেন বলে জানান।
আশা করা হচ্ছে ঈদের পূর্ব রাত পর্যন্ত তা অব্যাহত থাকবে। এছাড়াও কোরবানি ঈদের মাংস কাটার জন্য ব্যবহৃত করতে হয় খাটিয়া।প্রকারভেদে একেকটি খাটিয়া বিক্রি হচ্ছে ৫০০ থেকে ২০০টাকা।