আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জে উৎসব মুখর পরিবেশে পুকুর খাল-বিল ঝিল জলাশয়ে মাছ ধরছেন জেলে।বিভিন্ন প্রকার মাছ চাষ করেছিলেন মাছ চাষীরা এসব জলাশয়ে। জলাশয়ের পানি কমে যাওয়ায় হেমন্তের সকালে, হিমেল হাওয়ায় তারা মাছ সংগ্রহের অভিযানে নেমেছেন।
সারারাত জেগে সেচ নিষ্কাশন যন্ত্রের মাধ্যমে পানি সেচ শেষে মাছ ধরার অভিযানে যোগ দান করেন শিশু,কিশোর যুব-বয়োবৃদ্ধরা,মাছ ধরা পড়ার সাথে সাথে আনন্দ উল্লাসে হইচইয়ে আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় জলাশয় গুলোতে। এসব জলাশয়ে ধরা পড়ছে বিভিন্ন ধরনের মাছ।
এসব মাছ সংগ্রহ করেছেন মাছ চাষিরা। এ মাছ তারা নিজেরা খাচ্ছেন,নিজ আত্মীয়-স্বজনের মাধ্য বিলিয়ে দিচ্ছেন। এরপর যাউদ্বৃত্ত হচ্ছে তা বাজারের মাছ বিক্রেতাদের কাছে বিক্রি করে দিচ্ছেন।
বাজারেও প্রচুর পরিমাণ বিলের মাছ পাওয়া যাচ্ছে। এরপরও বাজারে মাছের দাম নিয়ন্ত্রণের বাইরে হওয়ায় হত দরিদ্র মাছ ক্রেতাদের মাছ ক্রয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।