আব্দুল মান্নান সিদ্দিকীঃ
জাতীয় ফল কাঁঠাল গ্রীষ্ম কালীন রসালো ফলে ভরে গেছে গাছ। কাঠাল বাগান ,রাস্তাঘাট, বাড়ির উঠানের কিছু কিছু কাঁঠাল গাছের অগ্রভাগ হতে গাছের মগ ডাল পর্যন্ত ধরেছে এ এক অপূর্ব দৃশ্য । অল্প কিছু দিনের মধ্যেই এই মৌসুমি রসালো ফল পেঁকে যাবে। এ রসালো ফলের গন্ধে চারিদিকে মাছিরা ও গুন গুন করে গাইবে গান। কাঁঠালে ভরে যাবে বাংলার হাট বাজার রাস্তা-ঘাটে। জাতীয় ফল কাঁঠাল অন্য ফলের তুলনায় স্বল্প মূল্যে পাওয়া যায় বলে প্রথম দিন হতেই ফলটি সকলের ঘরে ঘরে পৌঁছে যায়।
মাহমুদুল হাসান এ প্রতিনিধিকে জানান, জাতীয় ফল কাঁঠাল যেমন রসালো মিষ্টি সুস্বাদু তেমনি পুষ্টিতে ভরপুর। এ ফলের বীজ গৃহিণীদের খুবই জনপ্রিয় তরকারি হিসেবে শুটকি মাছে ব্যবহার করে থাকেনতরকারিও হয় সুস্বাদু।
শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা সান্তনা রানী জানান, গতবারের তুলনায় এবার কাঁঠালের ফলন ভালো হয়েছে কাঁঠালের আবাদ ও বৃদ্ধি পেয়েছে।