আব্দুল মন্নান সিদ্দিকীঃ
২৪ অক্টোবর ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিভিন্ন গ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়াবহ ঝড়ের আঘাত হানে এঝড়ে পেঁপে গাছগুলোকে উপড়ে ফেলে।তাইতো বাধ্য হয়ে পেঁপের মালিকেরা পেঁপে বিক্রয় করিতে বিভিন্ন বাজারে ছুটছেন।
বাজার ভরে গেছে পেঁপেতে। বিক্রেতা বাধ্য হয়েই কম দামে পেঁপে বিক্রি করছেন।
বিক্রেতার হারে ক্রেতা কম হওয়ায় পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁপে।বিক্রেতা সেলিম এ প্রতিনিধিকে জানান, তার বাড়িতে ৫টিগাছ ছিল সবকটি গাছের পেঁপে পড়ে গেছে এতপেঁপে দিয়ে কি করবেন তাই বাধ্য হয়েই বাজারে এসেছেন পেঁপে বিক্রি করতে এসে দেখেন বাজারে প্রচুর পরিমাণ পেঁপে মাত্র পাঁচ টাকা কেজিতে বিক্রি করে দেন সব পেঁপে,অন্যদের অনুরূপঅবস্থা।