আব্দুল মান্নান সিদ্দিকীঃ
২৫ ডিসেম্বর রবিবার ১২টা ০১মিনিটে প্রার্থনার মধ্যে দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়েবড় ধর্মীয় উৎসব বড়দিন শুরু হতে যাচ্ছে।
এ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নেরতিনটি গ্রামের প্রায় ৩৮৫ টি পরিবারে শুলপুর খ্রিস্টান পল্লীতে চলছে,সাজসজ্জা সহ ব্যাপক প্রস্তুতিসম্পূর্ণ হয়েছে ।
প্রতিটি বাড়ির সামনেসাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি। চারিদিকে রংবেরঙের সাজিয়েছে প্রতিটি বাড়ি, বড় দিনউপলক্ষে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে, মোবাইল মেসেঞ্জার, কার্ড ওপোস্ট কার্ড দিয়ে।
অতিথি আপ্যায়নের জন্য তৈরি করা হয়েছে রকমারি পিঠাপুলি,এখন শুধুই অপেক্ষার পালা।