• বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

মাদক. যৌতুক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে– সৈয়দ সাইফুদ্দীন আহমদ 

Lovelu / ১২৬ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন মইনীয়া যুব ফোরামের ২য় জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে,মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা, শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন,পরিবেশ সুরক্ষায়, মাদক. যৌতুক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বিগত দিনে মইনীয়া যুব ফোরাম  বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে, আর্তমানবতার সেবায় অবিস্মরনীয় ভূমিকা পালন করেছে। ফলে  আন্তর্জাতিক পুরুষ্কারে ভুষিত  হয়েছে।

তিনি আরোও বলেন, যুব সমাজকে নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও যুগোপযোগি দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে যুবকদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন করার আহবান জানান

১১ জানুয়ারি, শনিবার সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত দুই পর্বে  কাউন্সিলে সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী।

কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করেন, সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক- এ- মইনুদ্দীন আলহাসানী,  সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আসলাম হোসাইন।

কাউন্সিলের ২য় পর্বে আগমী ৩ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন, শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন  আহমদ। কাউন্সিলে শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন সভাপতি, আকবর হোসাইন রুবেল সাধারণ সম্পাদক ও জোনাইদ সিদ্দিকী সংগঠনিক  সম্পাদক নির্বাচিত হন।


মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মো কামরুজ্জামান হারুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিএম রাব্বির সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন, গ্লোবাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশের উপাচার্য  প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, অনলাইন ভিডিও সংযোগের মাধ্যমে মরক্কোর প্রফেসর শাইখ ডক্টর দারফুফি, যুক্তরাষ্ট্রের  ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব সুফিজমের গবেষক, ডক্টর এলেক্সা ও কিয়ানফার, জার্মানি থেকে সমাজসেবা মূলক যুব সংগঠনের নেতা তাহা চিমা।

অতিথি ও আলোচক ছিলেন বিদ্রোহী দ্য নজরুল সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রফেসর ডক্টর শাহ্ মনজু, কাজী নজরুল ইসলাম সুফি সোসাইটির সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আতাউল্লাহ খান আতা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category