আব্দুল মান্নান সিদ্দিকীঃ
১২জুন বিকেল সাড়ে পাঁচটায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর বাস স্ট্যান্ডে তৌহিদী মুসলিম জনতার উদ্যোগে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিভিন্ন মসজিদের ইমাম ও তৌহিদী জনতা। বক্তাগণ বলেন,ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্যতম মুখপাত্র,নুপুর শর্মা ও মিডিয়াসদস্য নাবিল জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রা) কেনিয়ে অত্যন্ত কুৎসিত বক্তব্য করায়,ভারতের সকল পণ্য বয়কট ও দোষীদের শাস্তির দাবি জানান।