স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বর বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামল চন্দ্র দাস, মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক, রয়মননেননেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, নারায়ণপুর কলেজের উপাধ্যক্ষ মোঃ মোছলেউদ্দিন, ঘিলাতলী মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবি সিদ্দিক, ঘোড়াধারী মাদ্রাসার সুপার আলমগীর হোসেন, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিব্বির আহমেদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ আসাদুজ্জামান ও গীতা পাঠ করেন প্রধান শিক্ষক নিত্য গোপাল দাস।
পরে বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খানকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্টসহ উপহার প্রদান করা হয়। বিদায়ী আব্দুর রহিম খানকে হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে বদলি করা হয়েছে।