• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

৫০ সজ্জায় উন্নতি হলেও কার্যক্রম চালু হয়নি

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চিকিৎসা সেবার মানঃ বাড়ছে রোগী

Lovelu / ১৮৫ Time View
Update : রবিবার, ৪ জুন, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চিকিৎসা সেবার মান।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা নিয়ে অতিতের তুলনায় এখন অনেকটা পরিবর্তন হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের প্রচেষ্টায় বদলে যাচ্ছে হাসপাতালের চিত্র। সেবার মান বৃদ্ধি ও ঔষধ পাওয়ায় দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা।

হাসপাতালটি ৫০ সজ্জায় উন্নতির জন্য সকল অবকাঠামো তৈরি করা হয়েছে। অবকাঠামো তৈরি হলেও হাসপাতালটি ৫০ সজ্জায় কার্যক্রম এখনো চালু হয়নি। ৫০ সজ্জায় কার্যক্রম এখনো চালু করার জন্য চেষ্ঠা করে যাচ্ছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েল।

এখন হাসপাতালে প্রবেশ করতেই চোখে পড়ে পুষ্প শোভিত বাগান। আগে যে স্থানটি এক সময়ে গো-চারণ ভূমি হিসেবে ব্যবহার করেছে স্থানীয়রা। হাসপাতালের ভবন গুলোর চারদিকে বাগান তৈরি করে তাতে নতুন চারা রোপন করা হয়। ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট বড় নর্দমা গুলো পরিস্কার পরিছন্ন রাখছে হাসপাতাল পরিছন্নকর্মীরা।

এছাড়াও হাসপাতাল সূত্রে জানা যায়, ৩১ শয্যার এই হাসপাতালে গাইনি কনসালটেন্ট থাকায় স্বাভাবিক প্রসব বৃদ্ধি, নিজস্ব অর্থায়নে রাতে আলোকসজ্জা, উপজেলা প্রশাসনের সহায়তায় সৌর বিদ্যুৎ ব্যবস্থা, বহিঃবিভাগে রোগীদের বসার ব্যবস্থা।

সরেজমিনে জানা যায়, জনবল কম থাকলেও অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েল। মাঠ পর্যায়ে কমিউনিটি ক্লিনিক নিয়মিত পরিদর্শন করেন বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এতে করে মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা ও অনেক গতি পেয়েছে বলে সচেতন মহল মনে করছেন।।

সেবা নিতে আসা হানিরপাড় গ্রামে শাহিনুর আক্তার জানান, আগের তুলনায় হাসপাতালটির অনেক পরিবর্তন হয়েছে। পরিস্কার-পরিচ্ছন্নতা আগের তুলনায় অনেব গুন বেশি। রোগী আগে শহরমূখি ছিল। সেবার মান বৃদ্ধি পাওয়ায় রোগীরা এখন উপজেলা হাসপাতালে আসছে।

রোগীর সাথে আসা কয়েকজন জানান, হাসপাতাল চত্বরটি সুন্দর ভাবে সাজানো হচ্ছে। ডা. আসাদুজ্জামান জুয়েল স্যার এ ব্যবস্থা নিচ্ছেন।

সিনিয়র স্টাফ নার্স মিনহাজ উদ্দিন বলেন, হাসপাতালে আসা রোগীদের সেবা দিতে পেরে আমরা আনন্দিত। আমরা যথাসাধ্য চেষ্টা করছি রোগীদের সেবা দেয়ার জন্য।

মেডিকেল অফিসার ডা, মোর্শেদা মিতু বলেন, আমরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে টিমওয়ার্কের মাধ্যমে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কাজ করছি।
উপজেলা প্রশাসনের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে মতলব উত্তর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই স্বাস্হ্য কর্মকর্তা হাসপাতালের সেবার মান উন্নয়নে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন বলে জানান।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, যতটুকু সম্ভব হাসপাতালের জন্য কাজ করে যাচ্ছি। এলাকার মুরুব্বী আর সচেতন লোকজনের সাথে আমি মাঝে মধ্যে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। আর এখানে কর্মরত চিকিৎসকরা অনেকটা সচেতন ও মানবিক। তারা সব সময় রোগীদের চিকিৎসা প্রদান করে যাচ্ছেন। ছোট খাটো কোনো অভিযোগ হলে বিষয় গুলো আমি সমাধান দিয়ে থাকি। যাতে চিকিৎসা সেবা বিন্দু মাত্র সমস্যা না হয়।

তিনি আরও বলেন, হাসপাতালটিতে সেবার মান বাড়াতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ের সহযোগিতায় বেশ কিছু কাজ ইতোমধ্যে শেষ করেছি। আরো সংস্কারের কাজ অল্প কয়েকদিনের মধ্যেই শুরু হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category