• সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ন
Headline
জেলায় টানা চারবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সালেহ আহমেদ শাপলা কাব অ্যাওয়ার্ড পেল সাংবাদিক কন্যা আফিফা আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে: তানভীর হুদা  আশার আলো অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত শ্রীনগরে  ইসকন নিষিদ্ধ ও সাইফুলের হত্যাকারীর ফাঁসির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না- ডাঃ জাহিদ  সাবেক মন্ত্রী নুরুল হুদার স্মরণে মতলব উত্তরে শ্রমিক দলের সভা বিরামপুর হানাদার মুক্ত দিবস অনুষ্ঠিত বিপ্লবের মাধ্যমে শহীদরা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছেঃ জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসে ছেংগারচর মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল 

মতলব উত্তরে বিএনপি নেতা তানভীর হুদা’র ঈদ পরর্বতী শুভেচ্ছা বিনিময়

Lovelu / ১০৭ Time View
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তরে সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদা। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসন থেকে বিএনপি’র প্রাথমিক দলীয় মনোনয়ন পেয়েছিলেন।

শনিবার (১লা জুলাই) মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়নের টর্কী, ষাটনল ইউনিয়নের কালীপুর বাজার, ইমামপুর বাজার, এখলাসপুর ইউনিয়নের এখলাসপুর উচ্চ বিদ্যালয়, ফরাজীকান্দি ইউনিয়নের নতুনবাজার, আমিরাবাদ বাজার, জনতা বাজার, চর মাছুয়া, পশ্চিম ফতেহপুর ইউনিয়নের গাজীপুর, পূর্ব ফতেহপুর ইউনিয়নের সাহেব বাজার, দুর্গাপুর ইউনিয়নের ওয়াপদা বেড়িবাঁধ এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদের পরিবারের খোঁজ খবর নেন। এবং সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে অসুস্থ নেতাকর্মীদের খোঁজ খবর নেন। দলের প্রয়াত নেতাকর্মীদের পরিবারেরর সাথে সাক্ষাত করে তাদের প্রতি সহমর্মিতা জানান।

চাঁদপুর -২ আসনের ৪ বারের সংসদ সদস্য, বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি, ও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান এদেশে আসার পরেই নির্বাচন হবে এর আগে নয়। অচিরেই কেন্দ্র থেকে দলীয় কর্মসূচি আসবে উল্লেখ্য করে নেতাকর্মীদেরকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ জানান। ‘এ সরকারের অধীনে কোন নির্বাচন হবে না’ মন্তব্য করে নেতাকর্মীদেরকে মনোবল না হারানোর আহবান জানান। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান। এসময় তিনি নেতাকর্মীদেরকে সুখে দুখে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে আশ্বাস দেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ সারোয়ার মজুমদার, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, বিএনপি নেতা আহসান উল্লাহ, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহআলম সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর মুন্সি, ছাত্রনেতা মোঃ জাফর, ইশা খান, রাজিব, উপজেলা প্রচারদলের সদস্য সচিব জাহাঙ্গীর খান, নাদিম ভুইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category