শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারস্থ অক্সফোর্ড একাডেমির মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও পুরুস্কার বিতরণ করেন অক্সফোর্ড একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, মতলব উত্তর কিন্ডারগার্টেন এসোশিয়েশনের সভাপতি ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল।
বিশেষ অতিথির বক্তব্যে দেন- সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম।
অক্সফোর্ড একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য নূরল আমীন পাটোয়ারীর সভাপতিত্বে মা সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন বক্তব্য দেন।
এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন, মায়ের হচ্ছে সন্তানদের প্রথম ও প্রধান শিক্ষক। মায়ের কাছেই সন্তানরা বেশি সময় থাকে। আমি অনুরোধ করে বলতে চাই মায়ের একটু বেশি সময় দিবেন এবং সন্তানদের খোঁজ খবর নিবেন। তিনি আরো বলেন, খেলাধুলা মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। খেলাধুলা করলে দেহ ও মন উভয়ই সতেজ থাকে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।