শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। ১৯ অক্টোবর(মঙ্গলবার) মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার মেঘনা নদী থেকে জেলেদের আটক করা হয়।
আটককৃতরা হলো – চাঁদপুর সদরের রাজরাজেস্বর গ্রামের আবদুল মাঝির ছেলে কাদির মাঝি (৩০), তার ভাই শাহজালাল মাঝি(৪৫), দুলাল সরদারের ছেলে শাহআলম সরদার (১৯), হানিফ দর্জির ছেলে ওসমান দর্জি (১৯), সেরাজল হাওলাদারের ছেলে হযরত আলী হাওলাদার (১৯)।
মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। সেই সেই অভিযানের অংশ হিসেবে উপজেলার বাহাদুরপুর এলাকার মেঘনা নদী থেকে ও ৫ জেলেকে আটক করি। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আাইন ১৯৫০ (সংশোধন ২০২৩) ধারা আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে।