স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ছেংগার চর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদে ঝড় তোলেন নেতাকর্মী ও সাধারণ জনগণ।
বিক্ষোভ সমাবেশে আ’লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান এবং কৃষক লীগ নেতা মনির মোল্লা কর্তৃক ফেসবুকে কুরুচিপূর্ণ অপপ্রচারের বিরুদ্ধে বিচার এবং দ্রুত তাকে বিচারের দাবী জানান।
সমাবেশে বক্তারা বলেন, ত্যাগী আ’লীগ নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তা দ্রুত প্রত্যাহার করতে হবে। তা না হলে আন্দোলন চালিয়ে যাবে।চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু ভালো মনের মানুষ। মতলবে তার যথেষ্ট জনপ্রিয়তা আছে। এমন নেতাদের বিরুদ্ধে একজন রাস্তার মানুষ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এসব মিথ্যা মামলা দিয়ে আ’লীগের নেতাকর্মী হুমকি দেওয়া মানে দলের জন্য বিশাল ক্ষতি এবং দলে আন্তকোন্দল সৃষ্টি করা। বক্তারা বহিষ্কার কৃষক লীগ নেতা মনির হোসেন মোল্লাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ছেংগারচর পৌর সভার ২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোতালেব রাঢ়ীর নেতৃত্বে চাঁদপুর জেলা সেচ্ছসেবক লীগের সহসভাপতি শরিফুল ইসলাম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, আ’ লীগ নেতা সাইফুল ইসলাম,ছেংগারচর পৌরসভার প্রশাসকের সহায়ক সদস্য, মাহফুজ শিকদার,বোরহান উদ্দিন, শামীম সরকার,শহিদুল্লা সরকার,পৌর যুবলীগ নেতা শাহাদাৎ খান, কাউসার মোল্লা,সোহেল মোল্লা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।