নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিনের নেতৃত্বে গণহারে বিভিন্ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা পদত্যাগ করেছেন।
সোমবার(১৭ মার্চ) দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এ পদত্যাগের ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন বলেন, বিগত বছরগুলোতে জাতীয় পার্টি ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের অংশীদার ছিল। যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিষ্ট সরকারের আমলে গুম, রাহাজানি ও হত্যার সাথে জড়িত নই। তারপরেও জাতীয় পার্টি ফ্যাসিষ্ট সরকারের সমর্থন দিয়ে যাচ্ছিল। তাই আমরা ওই সময়ে আমাদের কোন কর্মকান্ডে ভুল থাকলে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আর আমি ও আমার উপজেলা এবং পৌর কমিটির সকল সহযোদ্ধাদের নিয়ে গণহারে পদত্যাগ করছি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সক্রিয় ভুমিকা পালন করবো।
এ সময় আরো বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সভাপতি মহসিন সরকার, নায়েরগাঁও উত্তর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট আব্দুল কাদের, মহিলা জাতীয় পার্টির সভানেত্রী কাজল রেখা প্রমুখ।
এ সময় পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়া, উপজেলা যুব সংহতির সভাপতি আলমগীর হোসেন বাবুল ফরাজীসহ উপজেলা, পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন।