নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব দক্ষিণে ভোটার হালনাগাদের ছবি উত্তোলনে সহযোগিতার আশ্বাসে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুই দালালকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনীর চাঁদপুরের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৩শ’ ৫৫ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতরা হলেন, হাসান ও নাজমুল। জব্দ করে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।