নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৭ মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজার মনিটরিং করার সময় এ জরিমানা করা হয় ।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।
জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মতলব দক্ষিণে দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ প্রক্রিয়ায় সয়াবিন তেল বোতলজাত করে বাজারজাতকরণ ও বিক্রির অপরাধে নাগদাহ স্টোর মালিককে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড, একটি বেকারি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০/- অর্থদণ্ড, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০০০ (চার হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ব্যবসায়ীগণকে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকস টীম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন বলেন,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। ৪ প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।