নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের অবিভক্ত মতলব উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আতিক উল্লাহ সরকারের এর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৩মে-২০২৫) বিকালে বিকালে মতলব উত্তর উপজেলার আমিনপুর গ্রামে আতিক উল্লাহ সরকারের নিজ বাড়িতে মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমাদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর পরিচালনায় স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিজি হাসপাতালের মেডিসিন অনুষদের ডীন এবং মেডিসিন ও রিউমাটোলজী বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ শামীম আহমেদ।
এ স্বরণ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ব্যারিষ্টার ওবায়েদুর রহমান টিপু, হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জাকির হোসেন জামাল, চাঁদপুর জেলা বিএনপির সহ-সম্পাদক মোল্লা মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম তোফাজ্জল হোসেন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজালাল প্রধান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক আবুল কালাম আজাদ টিপু, উপজেলা যুবদলের আহবায়ক আহবায়ক রাসেদ হাসান টিপু সহ উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।