আল-আমিন ভূঁইয়াঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার(২২ জুন) বিকেল ৪টায় উপজেলা হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মতলব দক্ষিণ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোঃ আরিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, জহিরুল ইসলাম আলেক, ফারুক আহমেদ বাদল, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, কাউন্সিলর পিন্টু সাহা, উপাদী উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল গাজী, মতলব পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক গণেশ ভৌমিকসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।