মতলব প্রতিনিধি:
২০২৪ এর এইচএসসি পরিক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে ২ জন,মানবিক বিভাগে ৮ জন মোট ১০ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে ১০ জন পরিক্ষার্থীই অকৃতকার্য হয়।
কলেজটি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ড. সামছুল হক মডেল কলেজ।
জানা যায়, বিগত বছর গুলোতেও খুব খারাপ ফলাফল করে আসছে। এ বছরও পাসের হার ০%। কলেজটিতে মোট ১৩ জন শিক্ষক কর্মরত আছেন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন পাটোয়ারীর সাথে প্রতিনিধি যোগাযোগ করলে,উনি পরে কথা বলবেন বলে এড়িয়ে যায়। পরবর্তীতে কল দিলে কল রিসিভ করে নাই।
মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারী বলেন, আমি এই উপজেলায় নতুন আসছি এজন্য বিস্তারিত বিষয় জানি না। তবে কি কারনে রেজাল্ট বিপর্যয় তা খতিয়ে দেখছি ।