শহিদুল ইসলাম খোকন:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ব্রাহ্মণচক কেন্দ্রীয় কবরস্থান কমিটির উদ্যগে ১১ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ ফ্রেব্রুয়ারী শুক্রবার বাদ আছর থেকে মধ্যে রজনী পর্যন্ত এ ওয়াজ মাহফিল চলে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন – মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেঘনা-ধনাগোধা সেচ প্রকল্পের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণচক কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি ও মতলব সরকারী জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ্ব শাহজাহান মাস্টার ও পরিচালনা করেন কোষাধ্যক্ষ ও লবাইরকান্দি আল-আমীন আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মালেক মিয়াজী।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তার বক্তব্য দেন-হাজীগন্জ আবেদিয়া মোজাদ্দেদীয়া মাদ্রাসার প্রভাষক, মোফাচ্ছেরে কোরআন মুফতি মুহাম্মদ আবুল হাশেম শাহ মিয়াজী।
বিশেষ বক্তার বক্তব্য দেন -নারায়ণগঞ্জ শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা বদিউজ্জামাল বাহার, ও উদিয়মান তরুণ বক্তা খাজা শাহ মাহমুদ রেজা আল-কাদ্বরী। এছাড়াও বিভিন্ন ওলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান রাখেন। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।