মোঃ আবু সাঈদ, বিরামপুর( দিনাজপুর):
দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান পারভেজ কবীর ও ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু, মো. আতাউর রহমান আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (০৪ জুন) বিরামপুর উপজেলা পরিষদের কন্ফারেন্স সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদ্বয়ের দায়িত্ব গ্রহণ সভায় বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু ও ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব রুহুল আমীন সরদার, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক মশিহুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলার সর্বস্তরের আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সমর্থক বৃন্দের সাথে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবীর শুভেচ্ছা বিনিময় করেন।