মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের মাধুপুর বাঁশঝাড়ে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়াড়ীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
দন্ড প্রাপ্তরা হলেন, বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের শমসের উদ্দিনের ছেলে নাসির উদ্দিন সরকার (৪৫), একই গ্রামের মৃত আ: হামিদের ছেলে মোহাম্মদ আলী (৪০), মৃত ফজর আলীর ছেলে মাহাবুর রহমান (৪০), মৃত আঃ মজিদের ছেলে গোলাপ(৩৫)।
মামলা সুত্রে জানা যায়, রবিবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই মিজানুর রহমান সর্ঙ্গীয় ফোর্সসহ উপজেলার ২নং কাটলা ইউনিয়নের মাধুপুর মৌজায় বাঁশঝাড়ে জুয়ার আসরে অভিযান চালান। এসময় টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলার অপরাধে জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়াড়ীদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার স্যার।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারাদণ্ডপ্রাপ্ত জুয়াড়ীদের দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৫ মার্চ) উপজেলার উপজেলার ২নং কাটলা ইউনিয়নের মাধুপুর মৌজায় বাঁশঝাড়ে জুয়ার আসরে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসমম টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে ৪ জুয়াড়ীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।