মোহাম্মদ নজরুল ইসলাম (এরশাদ):
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বজৱা বহুমুখী উচ্চ বিদ্যালয় ১২ই মার্চ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ ও বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ডিস্ট্রিক্ট কমিশনার দেওয়ান মাহবুব,বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার নির্বাহী অফিসার ইসমাইল হোসেন,সোনাইমুড়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সোনাইমুড়ি পৌর মেয়র নুরুল হক বিপি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডিসি দেওয়ান মাহবুব তার বক্তব্য বলেন বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে বেরিয়েছেন অনেক জ্ঞানী গুণী মানুষ
যাদের বিচরণ আজ বাংলাদেশ ও সারা বিশ্বে.আমি আশা করব তোমরাও লেখাপড়া করে সেই প্রাক্তন ছাত্র যারা আজ জ্ঞানী গুণী হয়ে সর্বত্র বিচরণ করতেছেন তাদের মত হয়ে উঠবে।
প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী ১ আসনের এমপি এইচ এম ইব্রাহিম বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। স্বাধীন না হলে একটা স্বাধীন মানচিত্র লাল সবুজের পতাকা পেতাম না।বঙ্গবন্ধুর গড়া এই বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমরা সুশিক্ষায় শিক্ষিত হও স্বশিক্ষায় নয়।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনটা প্রশ্ন ছুড়ে দেন প্রশ্নের উত্তর দাতাদের মাঝে একজনের সারা জীবনের শিক্ষার ব্যবস্থা নিবেন আর বাকিদের অর্থ পুরস্কার দিবেন।
প্রশ্ন গুলো হল:
কোন ইংরেজি ম্যাগাজিনের সাংবাদিক বলেছিলেন বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি?
দ্বিতীয় প্রশ্ন বঙ্গবন্ধু সর্বপ্রথম কত সালে কারাবরণ করেন?
তৃতীয় প্রশ্ন স্বাধীনতার পূর্বে প্রথম বঙ্গবন্ধুর নামে কোন স্কুল স্থাপিত হয়?
প্রথম প্রশ্নের উত্তর না দিতে পারলেও দ্বিতীয় তৃতীয় প্রশ্নের উত্তর দিয়ে নগদ ২০০০ টাকা করে পুরস্কার জিতে নেন।