• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

মতলবে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

বঙ্গবন্ধু ও তার কন্যার মতো এতো বেশী শিক্ষা বান্ধব আর কেউ নেই…পরিকল্পনার প্রতিমন্ত্রী ডঃ শামসুল আলম

Lovelu / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

মাহবুব আলম লাভলু:

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ডঃ শামসুল আলম বলেছেন , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করন করেন। এর তারই সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করন করেন। এতেই প্রমানিত হয় বঙ্গবন্ধু ও তার কন্যার মতো এতো বেশী শিক্ষা বান্ধব আর কেউ নেই। এই সরকার শিক্ষা বান্ধব সরকার, এই সরকার জনবান্ধব সরকার।

৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সভাকক্ষে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালী উল্যাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর প্রশাসক আল এমরান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি(তদন্ত)সানোয়ার হোসেন, প্রধান শিক্ষক যথাক্রমে আবুল খায়ের মোঃ বাহাউদ্দিন, সালমা আক্তার, মামুনুর রশিদ, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন।

মতলব উত্তর উপজেলায় ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিডি-৪)আওতায় সরকারী প্রথমিক বিদ্যালয়ে ১২৪টি ল্যাপটপ বিতরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category