চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দপর্ণ পত্রিকার সম্পাদক, স্যাটেলাইট টিভি চ্যানেল আইয়ের চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
৮ আগষ্ট সোমবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে দৈনিক চাঁদপুর দর্পণের অফিস প্রধান ও সাংবাদিকদের সহযোগিতায় স্মরনসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার ফরিদগঞ্জ অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় প্রয়াত সাংবাদিক ইকরাম চৌধুরীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ (লিটন), প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, প্রভাষক মহিউদ্দিন, মশিউর রহমান মনা মাস্টার, পল্লী সালাউদ্দিন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুর নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, এস এম মিজানুর রহমান, দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ।
এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ শেষে মরহুম ইকরাম চৌধুরীর জান্নাতময়ী জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা হাবিবুর রহমান।