নিজস্ব প্রতিবেদক:
এম ইসফাক আহসান সিআইপি বলেছেন, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ইসলাম ও আলেম সমাজের কল্যাণে যা করেছেন অতিতে অন্য কোনো সরকার তা করেনি। আলেম ওলামাদের প্রতি দরদ রয়েছে শেখ হাসিনার।
শুক্রবার ৭ জুলাই বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লতুরদি ইসহাকিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে এন টিবিতে পবিত্র কোরআান তেলওয়াতকারী হাফেজ মো. মোবারক করিম এর সংবর্ধনা ও হালিমাতুস সাদিয়া (রাঃ) মডেল মহিলা মাদ্রাসার আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এম ইসফাক আহসান সিআইপি এসব কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন মাদ্রাসার স্বীকৃতিদান, জেলা-উপজেলায় মনোরম মডেল মসজিদ, শিক্ষকসহ মক্তব, আলেমদের সম্মান প্রতিষ্ঠা ও কল্যাণে একমাত্র যে সরকার আন্তরিকভাবে কাজ করেছেন তিনি হলেন জননেত্রী শেখহাসিনার সরকার। সরকার আলেম ওলামাদের যথাযত সম্মান দিয়েছেন এবং আলেমদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আমাদের সন্তানদের আরো বেশি করে দ্বিনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। দ্বিনি শিক্ষার্থীদের যে কোন সমস্যায় আমার সবধরনের সহযোগীতা থাকবে ইনশাাল্লাহ।
তিনি বলেন, আধুনিক সমৃদ্ধ দেশ গড়তে আলেম ওলামাদের গুরুত্ব পূর্ণভূমিকা রয়েছে তাই আলেম ওলামাদেরকে সম্মান করা আমাদের দাযিত্ব ও কর্তব্য।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও মাওলানা ইসমাইল হোসেনের পরিচালনায় ওয়াজ করেন প্রধান মেহমান ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মোশতাক ফয়েজী পীর।
সংবর্ধনা অনুষ্ঠানে দ্বিনি শিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম ইসফাক আহসান সিআইপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।