মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জের আলোচিত শারদীয় দুর্গা পূজা মন্ডপে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনার মূল আসামীকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ও এসআই জসীম উদ্দীনের নেতৃত্বে ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মূল আসামী উপজেলার কামারদহ ইউনিয়নের বকসীচর গ্রামের সোলেমান মিয়ার ছেলে সিজু মিয়া (৩৫)।
এ মামলা সূত্রে জানা যায়, বর্তমান শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিন বোরবার রাত ৯ টার দিকে মধ্যপাড়ার বাসিন্দা রাতুল রাজভর স্ত্রী সন্তান নিয়ে গাড়িতে পূজা মন্ডপে যাচ্ছিল। এসময় সিজু সহ তার সঙ্গীরা পৌর শহরের অনুউল্লা সুপার মার্কেট সংলগ্ন এলাকায় রাতুল ও তার স্ত্রীর আনুমানিক সাড়ে তিন ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে তাদের মারধর করে। যার আনুমানিক মূল্য প্রায় পৌনে তিন লাখ টাকা। এঘটনায় ওই দিন রাতেই কেন্দ্রীয় দূর্গা মন্দিরের পক্ষ থেকে প্রায় ঘন্টাব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এঘটনায় সোমবার গোবিন্দ কুমার রাজভর ওরফে মোনা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এবিষয়ে সাংবাদিকদের গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন জানান, উক্ত ছিনতাই মামলার মূল আসামী সিজু কে গ্রেফতার করা হয়েছে।