নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচি মাধ্যমে পালন করা হয়েছ। এ উপলক্ষে র্যালি, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
পুষ্পস্তবক অর্পন শেষে জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর এর সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে জুম প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন সভার প্রধান অতিথি মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এম.পি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।