• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

মতলব উত্তরে নৌকার পথসভা ও লিফলেট বিতরণ

নৌকা জয়লাভ করলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ……মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম 

Lovelu / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

শহীদুল ইসলাম খোকন : 

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট চেয়ে পথসভা ও লিফলেট বিতরণ করেন চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। বৃহস্পতিবার দুপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ  করেন।

 

 সুজাতপুর বাজারের বিভিন্ন সড়কে, দোকানে ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ শেষে পথসভা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। ৭ জানুয়ারী নির্বাচন সবাই মিলে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নৌকা জয়লাভ করলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। শেখ হাসিনা সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। অন্য কোন সরকার তা করতে পাড়েনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে।

 

তিনি আরো বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে জয়লাভ করে বিগত দিনের মতো সাধারণ জনগণের পাশে সব সময় থাকব। মতলববাসীর উন্নয়নে সারাজীবন কাজ করে যাবো। উন্নয়নের স্বার্থেই নৌকাকে বিজয়ী করতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন, এফবিসিসিআই এর সহ-সভাপতি ও আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইসলামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আল-আমীন সরকার, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল বেপারি, মানিক দর্জি, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, সাবেক চেয়ারম্যান সাজেদুল হোসেন বাবু বাতেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান আক্তার, যুবলীগের সদস্য শরীফ সরকার, বাবু প্রমাণিক, যুবলীগ নেতা হোসেন প্রমানিক, রিপন প্রধান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজা, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদ পাটোয়ারী, ছাত্রলীগ নেতা আহাম্মদ উল্লাহসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category