ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯নং দেওটি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন২০২২ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা মহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামীলীগের ত্রিবার্ষিকী সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী (চাটখিল সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ জামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম, খন্দকার রুহুল আমিন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকআ.ফ.ম বাবুল বাবু, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মাসুদুর রহমান শিপন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও প্রধান সমন্বয়ক ইউনিয়ন কমিটি ফুয়াদ হোসেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও প্রধান সমন্বয়ক ইউনিয়ন বিনয় কুমার রায়, নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মহি উদ্দিন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টাজসিম উদ্দিন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু সায়েম, নিজাম উদ্দিন, কিং মোজাম্মেল প্রমূখ।
আলহাজ্ব জাঙ্গীর আলম বলেন, আমি প্রধান মন্ত্রীর পাসে আছি বলে চাটখিল সোনাইমুড়ীসহ পুরো নোয়াখালীর এতো উন্নয়ন করতে পেরেছি৷ স্বাধীনতার পর থেকে কোন সরকার এতো উন্নয়ন করতে পারেনি যা বর্তমান আওমীলীগ সরকার করেছে৷ আওয়ামীলীগ সরকারের এতো উন্নয়ন দেখে বি এন পি জামাতের বুকে জলন ধরেছে৷ তারা জলতে থাকুক আর আমরা উন্নয়নের দ্বারা অব্যহত রাখি৷
অন্যান্য বক্তারা বলেন কাউন্সিলর ভোটারদের উদ্যোশে বলেন, আপনারা তৃণমূল থেকে নেতা নির্বাচিত করুন, হাইব্রিড থেকে মূক্ত হোন৷ যারা বঙ্গবন্ধুর আমল থেকে আওয়ামীলীগকে ভালোবেসে আসছে, আওয়ামীলীগের জন্য জীবন বাজি রেখেছেন তাদের এগিয়ে আসতে হবে৷ প্রধানমন্ত্রী শেখ হাছিনা তৃণমূলের ত্যাগী নেতাদের খুঁজছেন৷ আমাদের সকলকে ঐক্য বদ্ধ থাকতে হবে, এই এলাকা বি এন পি জামামাতের অধ্যুষিত এলাকা৷ আজ ১৪ বছর আওয়ামীলীগ ক্ষমতায় থাকার পর ও কেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগ তৈরী হলোনা? আমাদেরকে নতুন নতুন কর্মি তৈরী করতে হবে৷