নিজস্ব প্রতিবেদকঃ
১১জানুয়ারী বুধবার চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন মুন্সীর হাট কলেজের গভর্নিং বডির নব নির্বাচিত কমিটি ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
বুধবার ঢাকায় নুরুল আমিন রুহুল এমপি’র বাসায় ফুলেল শুভেচ্ছা কালে উপস্থিত ছিলেন সভাপতি এম এ আজিজ বাবুল, সচিব ও কলেজের অধ্যক্ষ এম .এ মালেক, দাতা সদস্য: কাজী সফিউদ্দিন আহমেদ, আজীবন দাতা সদস্য:এস.এম মোরসেদ সেলিম, অভিভাবক সদস্য: মোহাম্মদ আনোয়ার হোসেন হাজরা,শিক্ষক সদস্য মোঃ তাজুল ইসলাম খান,শিক্ষক সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন মৃধা,শিক্ষক সদস্য নাজনীন আক্তার, অভিভাবক সদস্য মোঃ দেলোয়ার হোসেন হাজরা, অভিভাবক সদস্য আবুল হাসান মোহাম্মদ শফিকুর রহমান, অভিভাবক সদস্য, মোহাম্মদ মোজ্জাম্মেল হোসেন প্রধানিয়া।
শুভেচ্ছা বিনিময় কালে নুরুল আমিন রুহুল এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে অনেক উন্নয়ন করেছেন। আওয়ামী লীগ যখনই সরকার গঠন করে তখনই শিক্ষা প্রতিষ্ঠান গুলোর উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হয়ে থাকে। এ কলেজের উন্নয়নে আপনাদের সাথে নিয়ে সকল উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকব ইনশাআল্লাহ।