মাহবুব আলম লাভলু :
চাঁদপুর -২ মতলব উত্তর -মতলব দক্ষিণ) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন।নির্বাচনের আচরন বিধি আপনারা যথাযথ ভাবে মেনে চলবেন।কেননা, আওয়ামীলীগ একটি সুশৃংখল রাজনৈতিক দল, তাই আমরা সুশৃংখলতায় বিশ্বাসী। আমরা সুশৃংখল থাকবো, কারো সাথে দ্বন্দ্বে জড়াবো না। বিএনপি জামায়াত এই নির্বাচনকে বানচাল করতে প্রানপন চেস্টা করে যাচ্ছে। কিন্তু বাংলার জনগন কোন ক্রমেই তাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে দিবেনা ইনশাআল্লাহ।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারী নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন । এই নির্বাচনে আজকের উঠান বৈঠক হয়ে গেছে জনসভা। যারা কষ্ট করে এই আয়োজন সফল করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, কোথাও কোন সমস্যা দেখলে আইন নিজের হাতে তুলে নিবেন না, প্রয়োজনে আইন শৃংখলা বাহিনীকে খবর দিবেন। কেননা, আমরা সংঘাতে বিশ্বাস করিনা।আমরা জনগনের ভালবাসা নিয়ে রাজনীতি করি।আওয়ামীলীগ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে।এমনকি গ্রামকে শহরের আদলে গড়ে তুলেছে।আমার বিশ্বাস, উন্নয়ন ও জনগনের ভালবাসাতেই নৌকা জয়লাভ করবে ইনশআলালাহ।
আওয়ামীগ নেতা সোলাইমান তপুর সভাপতিত্বে এবং ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড. রুহুল আমিন, বিশিষ্ট শিল্পপতি শাজাহান শিকদার,আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য উপ-কমিটির সদস্য রাশেদুল হাসান রনি চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার ও শাজাহান প্রধান, জাহাঙ্গীর আলম হাওলাদার, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী মুক্তার হোসেন।
সভায় আরো বক্তব্য রাখেন,মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য রেজোয়ান খন্দকার,ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,ইউপি সদস্য শাহ আলম,
ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাদারন সম্পাদক মেহেদী হাসান কাজল,যুবলীগ নেতা কবির হোসেন প্রধান,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতিআওয়ামীলীগ নেতা মোতালেব সরকার।
একইদিনে বাদ আসর ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাড়ীকান্দি মাদ্রাসা মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর -২ আসেনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
বিশিষ্ট শিল্পপতি শাজাহান শিকদার,ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জ,আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য উপ-কমিটির সদস্য রাশেদুল হাসান রনি চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান।
এর পূর্বে বুধবার দুপুরে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ বাজারে গনসংযোগ করেন নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।