মো. আমজাদ হোসেন রতনঃ
টাঙ্গাইলের নাগরপুরে সরকারের বিভিন্ন উন্নয়ন মুখী কাজের অংশ হিসেবে, গয়হাটা, ভারড়া, সলিমাবাদ, ভাদ্রা, দপ্তিয়রে রাস্তার উন্নয়ন ও পাকা করণ কাজের উদ্বোধন করেছেন, টাঙ্গাইল ৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
রোববার (৪ ডিসেম্বর) দিনব্যাপী কার্যক্রমে, সকালে ভারড়া- শাহজানি নতুন সড়কসহ কয়েকটি ইউনিয়নে বেশকয়েকটি রাস্তার কাজ উদ্বোধন করা হয়। এছাড়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠান আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ওয়াহিদুজ্জামান, নাগরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা আ.লীগ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, সাংবাদিক, ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট এলাকাবাসী।