এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধি:
বান্দরাবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৩টি মালিকবিহীন বিদেশি গরু জব্দ করা হয়েছে।
সোমবার(৯জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ বিছামারা এলাকা থেকে অবৈধভাবে পাচারের সময় মালিক বিহীন ০৩টি বিদেশি গরু জব্দ করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, চোরাচালান কারবারিরা পুলিশের অভিযানের বিষয় টের পেয়ে গরু রেখে পালিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার্স ইনচার্জ টান্টু সাহা জানান,উদ্ধারকৃত বিদেশি গরুগুলো থানা পুলিশের হেফাজতে রয়েছে। আরও বলেন,অবৈধ পথে আসা বিদেশি গরু উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।