মো. ফিরোজ উদ্দিন, নকলা (শেরপুর)ঃ
শেরপুরের নকলায় মানবতার দুয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
১৬ অক্টোবর দুপুরে উপজেলা হল চত্বরে পৌর কমিটির আয়োজনে এভা কর্মসূচী হয়।
সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাসনিমুল হাসান নির্ভীক।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা কাউন্সিলর জমিলা খাতুন,সংগঠনের সহসভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ এম শেখ ফরিদ, পৌর কমিটির সভাপতি ইমাম হাসান সাব্বির,সাধারণ সম্পাদক কাজল হাসান তন্ময়,সাংগঠনিক সম্পাদক সমাপ্তি আক্তার সুইটি প্রমুখ।
কর্মসূচী চলাকালীন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত একজন মুমূর্ষু রোগীকে রক্তদান করা হয় এবং শেষ পর্যন্ত প্রায় দুইশত মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।