এ.এম. ফিরোজ, নকলা (শেরপুর):
শেরপুরের নকলায় পরিকল্পিত পরিবার গঠন উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়।
কর্নশালায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে,ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য,পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, ও নবজাতকের যত্ন, জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির নিয়ে আলোচনা করা হয়। কর্মশালা হয় উপজেলা ও তদনিম্ন পর্যায়ের জনপ্রতিনিধি,বিভিন্ন পেশাজীবী ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা সানজিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পাঠাকাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম সরকার, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম সোহেল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সারোয়ার আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, প্রমুখ।
এসময় উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে ৭ টি ইউনিয়নের চেয়ারম্যান, পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবু শামীম মমতাজ, শেকড় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এ. এম. ফিরোজসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ইউএফপিএ মো. দিদারুল আল আমিন।
০১৭২৬-০২৪২৭৭
০২/০২/২০২৩