মো: ফিরোজ উদ্দিন, শেরপুর:
শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সরকারি হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গনের কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, সরকারী, বেসরকারী দপ্তর রাতে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: হাফিজুর রহমান লিটন, সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা, ওসি মো. আব্দুল কাদের মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা শেষ হলে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে জাতির জনকের প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পন করেন দলীয় নেতৃবৃন্দগণ। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নকলা শিল্পকলা একাডেমির স্থানীয় শিল্পীরা দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশাত্মবোধক গাণ পরিবেশন করেন। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।