মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন হয়েছে।
২৫ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো বোরহান উদ্দিন ওই মৎস্য সপ্তাহের উদ্ভোদন করেন। সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র ্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান স্থান প্রদিক্ষিন করে পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, মৎস্যজীবী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ফকির এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মো: অনিক রহমান।
আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় মৎস্য চাষীগণ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।