মো: ফিরোজ উদ্দিন, শেরপুর:
স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ প্রমুখ।