মো. ফিরোজ উদ্দিন,নকলা(শেরপুর) প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলার ৮ নং চর অষ্টধর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে চর অষ্টধর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে, নারায়নখোলা উচ্চ বিদ্যালয় মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনানুল হক জিন্নাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ,
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান,সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা,সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম সোহেল,শিক্ষা বিষয়ক সন্পাদক মুনসুর আহম্মেদ,অত্র ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়ামুল বাদশা,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামজা কনক প্রমুখ।
এসময় অত্র ইউনিয়ন থেকে আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটিতে যেন ত্যাগী ও প্রকৃত আওয়ামীলীগ কর্মীরা দ্বায়িত্ব পায়, স্বাধাীনতা বিরোধী কেউ যেন কমিটিতে আসতে না পারে,অন্যান্ন দল থেকে এসে নব্য আওয়ামী লীগরা যেন গুরুত্বপূর্ণ কোন পদে দ্বায়িত্ব না পায় এসব বিষয়সমুহ বক্তারা তাদের বক্তব্যে ফুটিয়ে তুলেন।