• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
Headline
ফুলছড়িতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১ বৃদ্ধ আটক মতলবে মোবাইল কোর্টে ৪ প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা  মতলবে যৌথবাহিনীর অভিযানে ২ দালাল আটক  বিরামপুর ২৬ শেষ মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ আওয়ামী ফ্যাসিবাদের পতন ও বিদায় হলেও দেশ এখনো ঝুঁকিমুক্ত নয়ঃ অধ্যাপক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম শ্রীনগর পাটাভোগ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শিশু ধর্ষণের প্রতিবাদে মতলব উত্তরে মইনীয়া যুব ফোরামের  মানববন্ধন 

চাঁদপুর-২ আসনের এমপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই……অ্যাড. নুরুল আমীন রুহুল এমপি

Lovelu / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

মাহবব আলম লাভলু :

আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমীন রুহুল এমপি বলেছেন সব কিছুরই বিকল্প আছে এখন পর্যন্ত দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। মাত্র কয়েক বছরে উন্নয়নের মাধ্যমে তিনি পুরো বাংলাদেশের চেহারাই বদলে দিয়েছেন। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প আর কিছু হতে পারেনা। বঙ্গবন্ধুর সোনার বাঙলা গড়তে তারই সুযোগ্য কন্য শেখ হাসিনা দিনরাত পরিশ্রম কর যাচ্ছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার পাশেই থাকুন।

২ ফেব্রুয়ারী চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর সরকারী কলেজ মাঠে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যে রাষ্ট্র আজকে বিশ্বের বিস্ময়। ১৪ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ উন্নয়নের দৃশ্যপটে ভিন্ন। যে দেশকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে তা মেরামত করেছেন। এখন ২০৪০ সালে স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেকথা বিবেচনা করেই মানুষের মাঝে এই কম্বল বিতরন কার্যক্রম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভুঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজীর সভাপতিত্বে এবং ছেংগারচর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাবু ঝন্টু দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির,বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, আওয়ামীলীগের উপকমিটির সাবেক সদস্য শাহ আলম ছিদ্দিকী,ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মতলব উত্তর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইয়ার হোসেন, প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি, তথ্য ও গবেষনা সম্পাদক এড. মহসীন মিয়া মানিক,মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আব্দুর রব প্রধান, মতলব সরকারী ডিগ্রী কলেজের সাবেক জিএস রহমত উল্যাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক নুরুন্নবী খান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল আলম বাবু, সাধারন সম্পাদক আলীনূর বেপারী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক সাইফুল ইসরাম প্রধান,সাবেক কমিশনার শাহাদাৎ হোসেন খোকন ঢালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category