• বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে মুষলধারে বৃষ্টির ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী ফুলছড়ি’তে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ লটারি কার্যক্রম স্থগিত মতলব উত্তরের আলোচিত জুয়েল হত্যা মামলায়  পাঁচ আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন উত্তরায় গণধোলাইয় দিয়ে আদম বেপারীকে পুলিশের কাছে সোপর্দ  অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে উঠলে ব্যবসা ও অর্থনীতি জীবন ফিরে পাবেঃ জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন নকলার পাঠাকাটায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত মতলব উত্তরে যুবক নিখোঁজঃ মুক্তিপণ দাবি  ফুলছড়িতে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধার ফুলছড়িতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা  ৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে ১১ তম মতলব উত্তরের রিয়াজ উদ্দিন 

তিন নেতার আগমনে কচুয়ার রাজনীতির মাঠ সরগরম

Lovelu / ১৯৫ Time View
Update : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

ওমর ফারুক সাইম॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় আওয়ামী লীগের ৩ নেতার আগমনে রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যৌথ মনোনয়নপ্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. গোলাম হোসেন শনিবার (৮ জুলাই) কচুয়ায় দিনব্যাপী রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এবং একই দিনে তিন নেতার পৃথক পৃথক কর্মসূচীতে কচুয়ার রাজনৈতিক মাঠে টানটান উত্তেজনা বিরাজ করছে। একর্মসূচীকে ঘিরে তিন গ্রুপে বিভক্ত হয়ে পরেছে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।

তৃণমূল আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকে জানা যায়, উপজেলার শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ৩গ্রুপে বিভক্ত হয়ে পরেছেন। আমরা আওয়ামী লীগের সমর্র্থকরা এখন কোনঠাসা হয়ে পরেছি। এজনের প্রোগ্রামে গেলে অপর জনের বিরাগভাজনের স্বীকার হচ্ছি।
শনিবার সকাল ১০টায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের গনসংযোগ , দুপুর ১২টায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ, বিকাল ৩টায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। পরদিন রবিবার সকাল ১১ টায় কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন ।
এদিকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ সকাল ১০টায় কচুয়া উত্তর ইউনিয়নের ১৪৯নং জলা তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়। বিকাল ৩টায় পূর্ব বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তাছাড়া একই দিন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ¦ মো. গোলাম হোসেন বিকেল ৩টায় শ্রীরামপুরে মতবিনিময়, ৪টায় ডুমুরিয়ায় গনসংযোগ, সাড়ে ৪টায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে নলুয়া বাজারে মতবিনিময় সভা, সাড়ে ৫টায় মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।

এদিকে ৩ নেতার এ আগমনকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বেশ সংগঠিত মনে হয়েছে। ৩ নেতার অনুষ্ঠানকে বাস্তবায়ন করতে স্ব স্ব গ্রুপের নেতা কর্মীগন ব্যস্ততার মধ্যে রয়েছে। প্রবীন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন বলেন একই দিনে ৩ নেতার আগমনে দলীয় নেতা কর্মীদের বিভাজন স্পষ্ট হয়ে দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category